নিউজ ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছরপূর্তিতে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে এ তিন বছরে সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচারিত হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেয়। এর আগে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম সংসদেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ ও মহাজোট। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply