,

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা: স্বস্তিতে ঈদ যাত্রা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বছর ঘুরে ঈদ আসলেই ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে থাকতে হতো যাত্রীদের। যেন এই দুর্ভোগের শেষ ছিলো না। সরকারের নানা উদ্যোগে শৃঙ্খলা ফিরে এসেছে মহাসড়কে। তেমনি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোড সড়কটি সকাল থেকে ফাঁকা। যাত্রীদের ঈদ যাত্রা শান্তিময় করতে চিটাগাংরোড পুলিশবক্সের টিআই তসলিম মোল্যার নেতৃত্বে প্রতিটি পুলিশ সদস্য মহাসড়কে কাজ করে যাচ্ছে এবং কোন ধরনের যানবাহন পার্কিং করতে দিচ্ছেনা। বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় পুলিশ সদস্যদের কঠোর ভাবে ডিউটি করতে দেখা গেছে। টিআই তসলিমের কঠোরতায় প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চিটাগাংরোডের বেশ কিছু যাত্রী বলেন, এবারের ঈদ হবে অনেক আনন্দময়। কারন প্রতি ঈদে ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে থাকতে হতো। কিন্তু এবার মহাসড়কে কোন ধরনের যানজট নাই। তাই আমরা স্বস্তিতে বাড়ীতে ফিরতে পারবো। চিটাগাংরোডের সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আগাম ঈদ মোবারক জানায় যাত্রীরা। এ বিষয়ে টিআই তসলিম মোল্যা বলেন, আমার সকল ট্রাফিক পুলিশ সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে সদা তৎপর। ঈদ আসলেই আমার প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মহাসড়ক যানজট মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শুধু মাত্র ঈদকে কেন্দ্র করেই নয় সারা বছর ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যাত্রীদের ঈদ যাত্রা শান্তিময় করতে আমরা সবসময় তাদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *