,

নাসিক ৪ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দেলোয়ার হোসেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মরণব্যাধি নোভেল করোনা ভাইরাসে বিশ্বে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। করোনা ভাইরাসকে ঠেকাতে সারাবিশে^র বেশীর ভাগ দেশ লকডাউন ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ লকডাউন ঘোষনা না করলেও সরকারী-বেসরকারী অফিস, আদালত সহ সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে সরকার। ২৬শে মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে বাসায় থাকার আহবান জানান। টানা ১৭ দিন বন্ধ অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ গুলো ঠিক তখনি নিন্ম আয়ের মানুষর জন্য সরকারী তহবিল থেকে প্রতিটি জেলায় জেলায় ত্রাণ দেওয়া হবে বলে ঘোষনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতা সহ বাংলাদেশের বিত্তবানদের গরীব অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান। অনেক মানুষ অসহায় মানুষের পাশে এগিয়ে এসে ত্রাণ সামগ্রীসহ নানা ধরনের খাদ্য প্রদান করে যাচ্ছে। ঠিক তেমনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন নাসিক ৪ নং ওয়ার্ডের এক হাজার অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, পিয়াজ সহ খাদ্য দ্রব্য রাতের আধারে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেনের এমন মহৎ কাজ করতে দেখা যায়। নাসিক ৪ নং ওয়ার্ডের রেললাইন, মাইচ্ছাপাড়া, আজিবপুর, আল্লাউবন, শিমরাইল এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করেন। বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ভয়ংকর করোনা ভাইরাসের কারনে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। যারা দিন এনে দিন খায় সেসব মানুষের কি হবে?। তাই এমন দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের জন্য আল্লাহ আমাকে যতটুকু করার তওফিক দান করেছে ততটুকু আমি করছি। অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে। সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই দুর্যোগময় অবস্থায় অসহায় গরীব মানুষের পাশে দাড়ানোর জন্য। তাহলে মহান রাব্বুল আলামিন অসহায় মানুষের উছিলায় এই মহামারি করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *