,

নির্বাচন কমিশনকে সংযত হয়ে কথা বলার আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশনকে (ইসি) সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (১৮ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার পর লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে তারিখ পরিবর্তন অন্য দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, যে কারণে জামায়াত গতকালের বৈঠকে প্রতিবাদসরূপ অংশ নেয়নি।

মূলত প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবাদস্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেননি। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় ধাপের বৈঠকে অংশ নিয়েছে দলটি।

জামায়াতের নায়েবে আমীর বলেন, প্রধান উপদেষ্টা গতকাল দলীয় আমীরকে ফোন করে সরকারের নিরপেক্ষতার ব্যাপারে সন্দেহ না রাখার আহ্বান জানিয়েছেন। তাই এনসিসি গঠনকে নৈতিকভাবে সমর্থন করে জামায়াত, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে স্বৈরাচার প্রতিহতের এই প্রস্তাবে সবার একমত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *