,

নোয়াখালীতে বাল্য বিবাহ যৌন হয়রানী নারী সহিংসতার বিরুদ্ধে ২দিন ব্যাপি সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্নচরে বাল্যবিয়ে ও যৌন হয়রানী নারী সহিংসতার বিরুদ্ধে ২দিন ব্যাপি সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে বৈষম্যমুক্ত সমাজ গড়ি সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠন ও নিজেরা করি সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে চরজুবিলী অঞ্চলের কিশোর-কিশোরীরা। চরমহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ও কিশোর ওমর ফারুকের সঞ্চালনায় সাংস্কৃতিক পদযাত্রায় সভাপতিত্ব করেন চরবাটা সাংস্কৃতিক বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম, বক্তব্য রাখেন কিশোরী রুপা আক্তার লিজা,কিশোর মোঃ রুবেল,চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সোহাগ,ভূমিহীন নেতা কেশব দাস,চরবাটা অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মেরিনা আক্তার,নিজেরা করি চরবাটা উপকেন্দ্রের কর্মী জসিম উদ্দিন,নিজেরা করি নোয়াখালী সমন্বক পরিতোষ বাবু,নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় সংগঠক গুলশান আরা বেগম,
বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে সবাইকে সোচ্চার হতে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে,জোরদার এর কাছ থেকে সরকারী খাস জমি দখল মুক্ত করতে হবে,বৈষম্য কারো জন্য কাম্য নয় প্রতিটি ক্ষেত্রে বৈষম্য রুখে দিতে হবে, সকলের সহঅবস্থান এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে তাহলেই সুন্দর এবং শান্তি প্রিয় দেশ ও সমাজ গড়া সম্ভব হবে। শেষে কিশোর কিশোরী ও ভূমিহীনদের সমন্বয়ে ২টি গন নাটক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *