,

পুলিশ সুপারের চোঁখ ফাকিঁ দিয়ে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে ভিন্ন কৌশলে চাঁদাবাজি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হারুন অর রশিদের অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করায় পুরো নারায়ণগঞ্জের সাধারন মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সাহসী এই পুলিশ অফিসার কি পারবেন নারায়ণগঞ্জের অপরাধ নির্মূল করতে এমনটাই প্রশ্ন মানুষের। কারন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন অপরাধীরা। ঠিক তেমনি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ নং ওয়ার্ডে চলছে ভিন্ন কৌশলে চাঁদাবাজি। অনেকে আবার মনে করছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপারের চোঁখ ফাকিঁ দিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে চলছে এই চাঁদাবাজি। দীর্ঘদিন যাবৎ ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী একটি প্রভাবশালী নামধারী মহল জোর পূর্বক বিভিন্ন বাসা-বাড়ীর ইট, বালু, রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী বাড়ী নির্মাণকারীদের জিম্মি করে নিতে বাধ্য করে যাচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি অথবা থানা পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখায়। তা না হলে বাড়ী নির্মাণকারীদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছে প্রভাবশলী মহলটি । সন্ত্রাসী মহলটি এসব করে গত দুই থেকে আড়াই বছরের মধ্যে ষাট থেকে সত্তর কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে একটি সুত্রের দাবী । নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী ও হীরাঝিল এলাকার বিভিন্ন জেলার বাসিন্দারাই বেশীরভাগ এই অত্যাচারের শিকার হচ্ছেন। ১ নং ওয়ার্ডে ভিন্ন জেলার লোক বলে তাদের শাররীক ও মানসিক ভাবে নির্যাতন করছে বলে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বাসিন্দা জানান। নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী এলাকায় কুমিল্লা, নোয়াখালী, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন জেলার ভবন নির্মাণকারীরা নাম প্রকাশ না করা শর্তে বলেন, গত ২ বছর যাবৎ একটি প্রভাবশালী মহল বাড়ি-ঘর নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করছে। আমরা নির্মাণ সামগ্রী আনতে না চাইলে আমাদের কাছে চাঁদা দাবী করে। তা না হলে আমাদের বাড়ী করতে দেওয়া হবেনা বলে হুমকি প্রদান করে। প্রভাবশালী ঐ ব্যাক্তি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন পুলিশ প্রশাসন পাইনাদী, হীরাঝিল এলাকায় নিখুৎ ভাবে তদন্ত করলেই বের হয়ে আসবে। তারা আরো বলেন, আমরা আমাদের বাড়ী নির্মাণ করতে যাচাই-বাচাই করে বাড়ী নির্মাণের সামগ্রী কিনবো এটাই নিয়ম। কিন্তু আমাদের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী বাহিনী বাড়ী নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করছে। নারায়ণগঞ্জের নবাগত সাহসী পুলিশ সুপার পারবেন কি নাসিক ১ নং ওয়ার্ডের বিভিন্ন জেলার ভবন মালিকদের এই অত্যাচারের হাত থেকে রক্ষা করতে? সচেতন মহলের দাবী কিছু নামধারী লোক দলের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। তারা যত বড় প্রভাবশালী হোক না কেন তাই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *