ডেস্ক রিপোর্টঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুদানে থাকা সকল প্রবাসী বাংলাদেশীদেরকে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন।
রোববার ( ৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সুদানে যে বাংলাদেশিরা আছেন, আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই। এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এখনো যারা বাকি আছেন, তারা দ্রুত নিবন্ধন করুন। আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই, কেননা সুদান কোনোভাবেই নিরাপদ নয়।
শাহরিয়ার আলম জানান, আগামী ২ মে খার্তুম থেকে বাসে করে বাংলাদেশিদের পোর্ট সুদানে আনা হবে। সেখান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরবেন তারা। যাদের পাসপোর্ট আছে তারা সহজেই জেদ্দায় আসতে পারবেন। আর পাসপোর্ট না থাকলে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে।
তিনি বলেন, জেদ্দায় পৌঁছানোর পরদিনই বিমানে তাদের ঢাকায় আনা হবে। এক্ষেত্রে ৩ বা ৪ মে তাদের আমরা নিয়ে আসতে পারব। আর সেখানে পরে আমাদের লোক থাকলে, আমরা ফিরিয়ে আনব। আমাদের মিশন সেখানে কাজ করবে।
মন্ত্রী বলেন, জেদ্দা থেকে রেগুলার ফ্লাইটে সুদান প্রবাসীরা আসতে পারবেন। তবে বিশেষ ফ্লাইট যদি প্রয়োজন হয়, সে ব্যবস্থা করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে আমাদের মদিনার ফ্লাইট ডাইভার্ট করেও আমরা আনতে পারব।
তিনি বলেন, সুদান থেকে সৌদি আরবে ইতোমধ্যে ৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। প্রবাসীদের ফেরাতে সৌদি আরব ও ইন্দোনেশিয়া সরকারেরও সহযোগিতা পাচ্ছি।
মন্ত্রী বলেন, সুদান প্রবাসী যারা ফিরবেন, তাদের একটি ডাটাবেজ তৈরি করা হবে। তারা যেন এখানে কর্মসংস্থানের সুযোগ পান, সে চেষ্টা আমাদের থাকবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply