নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলার বান্দরবানের চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন খাঁ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।আটক বেলাল খাঁ(৬০) বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজ ঘোনা এলাকার মৃত দলিল উদ্দিন খাঁ”র ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলাল উদ্দিন খাঁ(৬০) বান্দরবান পৌরসভার হাফেজ ঘোনা এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ধর্ষণের শিকার হওয়া শিশুটির মা দেখে ফেলায় অভিযুক্ত বেলাল খাঁ ওই সময় পালিয়ে যায়।পরে ধর্ষণের শিকার কন্যা শিশুটির মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করার প্রেক্ষিতে পৌরসভার বড়ুয়ার টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম প্রতিবেদককে জানান, অভিযুক্ত বেলাল উদ্দিন খাঁ’কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আদালতের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের দায় স্বীকার করেছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply