,

ভাসানচরের পথে আরও ২২৬০ জন রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট: পঞ্চম ধাপে আরও দুই হাজার ২৬০ রোহিঙ্গা ভাসানচরের পথে রওনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ বুধবার সকাল ১০টার দিকে তাদের নিয়ে রওনা দেন। এর আগে মঙ্গলবার দুপুর ১টায় পঞ্চম দফার প্রথম অংশে ২০টি বাসে করে এক হাজার, বিকাল সাড়ে ৩টায় আরও ২০টি বাসে এক হাজারসহ মোট দুই হাজার ২৬০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিয়ে উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে বাসগুলো রওয়ানা হয়। রোহিঙ্গাদের বহনকারী বাস নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দুটি বাস, দুটি অ্যাম্বুলেন্স সঙ্গে যেতে দেখা যায়। এছাড়াও তাদের মালামাল বহন করে ১১টি কার্গো ভ্যান। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা বলেন, এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *