,

মাগুরার ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

বেলা ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে বলে সিএমএইচ-এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ সংবাদমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

কর্নেল নাজমুল হামিদ বলেন, “আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।”

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় মারা গেছে শিশুটি।

শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

আইএসপিআর শিশুটির চিকিৎসা ব্যবস্থা বিষয়ে জানিয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *