ডেস্ক রিপোর্টঃ এশিয়ান কাপ ফুটবল গ্রুপ পর্বে শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ। এ নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচেই হারলো লাল সবুজ জার্সিধারীরা।বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিক মালয়েশিয়া। তারা এর সুফল পায় ম্যাচের ১৬ মিনিটের। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বক্সের মধ্যে বল ক্লিয়ার করেন। রেফারি সেটিকে ফাউল ভেবে পেনাল্টির নির্দেশ দেন। মালয়েশিয়ার সাফাই রসিদ পেনাল্টি থেকে গোল করেন। জিকো বলের দিকেই ডাইভ দিয়েছিলেন। তার হাত ছুঁয়ে বল জালে জড়ায়।প্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে বাংলাদেশপ্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে বাংলাদেশ
সমতায় ফিরতে নেয়নি বাংলাদেশ। ৩১ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো রাকিবের ব্যাক হেড এবং ইব্রাহিমের হেডে বল জালে। এর সাত মিনিট পর ডিয়ন কুলস আবার স্বাগতিকদের লিড এনে দেন। ডিলনের নেওয়া দূর থেকে শট জিকোর হাতের নিচ দিয়ে চলে যায়।
বিরতির পর আরেকবার বাংলাদেশের জাল বল পাঠায় শয়াফিক আহমেদ। ম্যাচের ৭৩ মিনিটের সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ড্যারেন লক। ফলে ৪-১ গোলে পরাজয় নিয়ে মাঠ জামাল ভূঁইয়ারা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply