নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ভোর ৪টার দিকে প্রথম ইউনিট আসে। এরপর আরও ৭ টি ইউনিট এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাশের একটি ছোট মিষ্টির দোকানে সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর ৯৯৯ কল দেয়ার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসেনি। আগুনের সূত্রপাতের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এক ব্যবসায়ী জানান, এই মার্কেটে হাজারেরও বেশি দোকান আছে। এর মধ্যে চাল, মাছ, প্লাস্টিক, কাপড়, জুতা ও কাঁচামালের দোকান আছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, উৎসুক জনতার জন্য আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply