,

রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিনিধিঃ
দোহার থানার শাহজাহান মাঝি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার সাব-ইন্সপেক্টর ওমর ফারুক রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ২ অক্টোবর এ মামলায় সালমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা৪৫ মিনিটে ঢাকা মহানগরের কোতয়ালী থানাধীন সদরঘাটস্থ মসজিদ ঘাট থেকে বিজিবি এবং কোস্ট গার্ডের সহায়তায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়।

পরদিন সালমান ও আনিসুলকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *