,

শিবালয়ে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্ৰেপ্তার

মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিদুজ্জামান তরিৎ কে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিবালয় থানা কর্তৃক অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মহাদেবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

মোহাম্মদ মহিদুজ্জামান তড়িৎ উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত মনিরুজ্জামান মোনাক্কা’র ছেলে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (২০০২-২০০৫), শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা ক্রীড়া সংস্থার সাধাররন সম্পাদক (২বার) এবং সর্বশেষ ২০২২ সালে মহাদেবপুর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছে।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা অফিসার ইনচার্জ এআরএম. আল-মামুন গণমাধ্যমকে জানান, গত ৫ আগষ্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *