,

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে গৃহবধূর বিষপানে মৃত্যু

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া (হেতালখালী) গ্রামে  সোমবার, ১১ই আগষ্ট  একটি গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫) ।

জামিলা খাতুনের পিতা মোঃ জামাল উদ্দীন ও স্বামী মোঃ রায়হান (দিনমজুর) এবং তাদের দুই কন্যাসন্তান রয়েছে। মৃত্যের মামাতো ভাই মোঃ রেজাউল করিম জানান, তিনি মাঠে কাজ করছিলেন; পরে বাড়ি ফিরে জানতে পারেন জামিলা বিষপান
করেছেন । তাকে ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি প্রথমে জীবিত ছিলেন—তবে পরক্ষণেই মারা যান ।

চিকিৎসক মোঃ শাকির হোসেন ঘটনার পরবর্তী অবস্থান সম্পর্কে জানান, জামিলা কমপক্ষে ৮–১০ ঘণ্টা আগের বিষপানে মারা গেছেন; তার ঠোঁট কালো হয়ে গিয়েছিল এবং শরীর শক্ত হয়ে ছিল, যা সামান্য সময়ের মধ্যে ঘটে না ।

স্তম্ভিত আবহে হাসপাতালের প্রবেশদ্বারে জামিলার পিতা বারবার অচেতন হয়ে পড়েন, যা দৃশ্যের আবহকে আরও মনস্তপ্ত করে তোলে ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, মৃতদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি ।
এ ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *