,

শ্যামনগরে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি সমর্থিত প্রার্থীরা

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ থেকে সরে দাঁড়ালেন বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড়ঃ মাসুদুল আলম( দোহা) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম,এম মজনু এলাহী।সোমবার ২২ এপ্রিল সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড় মাসুদুল আলম দোহা’র নির্বাচনী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন পাঠ করেন, মাসুদুল আলম দোহা ও মজনু এলাহী তাদের লিখিত বক্তব্যে বলেন,আমার আসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জামা দিয়ে ছিলাম। যাহা রিটানিং অফিসার কর্তৃক যাচাই বাছাই পূর্বক বৈধ বলে বিবেচিত হয়। কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও বিএনপি’র স্থায়ী কমিটির সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমাদের ব্যাপক জনপ্রিয়তা ও শতভাগ জালাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিচ্ছি। কারণ আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বলতে চাই ব্যাক্তির চেয়ে দল বাড়,দলের চেয়ে দেশ।সাথে সাথে আমার শ্যামনগর উপজেলা বি.এন.পি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা, কর্মী, সমর্থক সহ যারা আমাদের নির্বাচনের কাজে আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।আমার বিশ্বাস করি যারা বি.এন.পি পরিবারের সদস্য এবং বি.এন.পি কে মনে প্রাণে ভালোবাসেন তারা আমাদের জমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অতীতের ন্যায় নির্যাতিত নেতা-কর্মীদের পাশে থাকবো।এ্যাড়ঃ মাসুদুল আলম দোহা বলেন, যেহেতু আমি একজন আইনজীবী পূর্বের ন্যায় নির্যাতিত নেতা কর্মী পাশে থেকে আমার আইনী সেবা অব্যাহত রাখবো এবং আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, যুগ্ম- সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, যুগ্ম-সম্পাদক আশেক ইলাহি মুন্না,ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আজিজুল হক সরদার, পরিবার কল্যাণ ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিবর, সহ-পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, সহ- গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ- ক্রিড়া বিষয়ক শেখ আলমগীর হোসেন আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবেদুর রহমান,সহ যুব-বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক শেখ খালেকুজ্জামান টুকু, মোঃ মফিজুর রহমান মফু খা, আরিফুর, শাজাহন, রশিদ খা, মোক্তার কয়াল, আব্দুল হাকিম, আফতাবুজ্জামান বাবু, আব্দুর রউফ, হাফিজুর, বাবলু, শেখ আব্দুর রশিদ, মামুন, বেলাল,মোস্তফা, হানিফ সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *