,

শ্যামনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে কার প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যানগরে বাস্তবায়ন উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা।
উপজেলার দুইশত প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও ১০ কেজি সার ও তিনি শত জন কৃষকদের মাঝে পাট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *