,

সুন্দরবনে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছে বলে জানা যায় নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে। নিহত বাচ্চুর সহযোগী সাইফুল গাজী, বিল্লাল কয়াল, আমিনুর গাজী, ও শফি গাজীর তথ্য মতে জানা যায়,গতকাল (১৯শে এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের দাইরগাং ফুলখালি খালের এলাকায় মধু আহরণ করার সয়ম হঠাৎ বাচ্চুর উপর বাঘের আক্রমণ হয়। বাঘের হুঙ্কার ও বাচ্চুর চিৎকার শুনে আমরা সকলে একত্রিত হয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর দেখা যায় বাচ্চুর গলা ও বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। উদ্ধার পরবর্তী কাছিকাটা অফিসে যোগাযোগ করে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী তার সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মনিরুজ্জামান বাচ্চু বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। সকালে জানতে পারি সে বাঘের আক্রমণে মৃত্যু বরণ করেছেন। ঘটনাস্থলে ময়নাতদন্ত সাপেক্ষে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে যাতে সে সরকারি সহযোগিতা পেতে পারে।নিহতের লাশ এলাকায় পৌঁছানোর সাথে সাথে সকলে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ লাশ দেখতে ভীড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *