,

সুস্থতার পর সেতু মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সাংসদ রহিম উল্যাহ

স্টাফ রিপোর্টার : প্রায় দুমাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে আসেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আল্লাহ্র অশেষ রহমতে ও মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে আবারও দেশে এসে মানুষের ঈদ যাত্রাকে শান্তিময় করতে, সড়কে যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তাই এই জনপ্রিয় নেতাকে দেখতে তার বাসভবনে যান ফেনী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। গতকাল সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক খোজ-খবর ও ফুলের শুভেচ্ছা জানান সাবেক সাংসদ রহিম উল্যাহ। আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর এমপি মামুনুর রশিদ কিরন। ফেনী-০৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং সুযোগ্য নেতৃত্বে বাঙ্গালী আজ স্বনির্ভর জাতি হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত । আর সড়ক ব্যবস্থাপনার উন্নতিতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের অবদান উল্লেখযোগ্য। তিনি একজন কর্মী বান্ধব নেতা। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ফেনী-০৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *