,

স্বাধীনতা তুমি নও – লায়লা বিলকিস

স্বাধীনতা তুমি নও

লায়লা বিলকিস

স্বাধীনতা তুমি নও কালের স্রোতে ভেসে যাওয়া
গল্পের রূপকথা।
স্বাধীনতা তুমি সবুজের বুকে লাল বৃত্ত আঁকা
দীপ্তিময় পতাকা।
স্বাধীনতা তুমি নও হিংসা-বিদ্বেষ ভরা ভেদাভেদের
সম্প্রীতি।
স্বাধীনতা তুমি সর্ব স্তরে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার
প্রেমপ্রীতি।
স্বাধীনতা তুমি নও ছেলেহারা পিতা-মাতার
বুক ফাটা আর্তনাদ।
স্বাধীনতা তুমি পিতা- মাতার স্নেহ-মমতা আর
ভালোবাসার সূত্রপাত।
স্বাধীনতা তুমি নও পবিত্র শিক্ষাঙ্গনে নৈরাজ্য সন্ত্রাস
হত্যা বর্বরতা।
স্বাধীনতা তুমি পবিত্র শিক্ষাঙ্গনে জ্ঞানী-গুণীর
জন্মদাতা।
স্বাধীনতা তুমি নও ক্যাসিনোর জুয়াড়িদের
নেশার উন্মাদনা।
স্বাধীনতা তুমি অপসংস্কৃতি থেকে যুব সমাজকে
বাঁচার প্রেরণা
স্বাধীনতা তুমি নও কোনো দুর্নীতি ভরা সমাজের
মূল্যবোধের অবক্ষয়।
স্বাধীনতা তুমি অবারিত মাঠে শস্য শ্যামল
সুখ-শান্তির পরমাত্মীয়।
স্বাধীনতা তুমি নও রাজপথে খুনখারাপ কোন
ধর্ষণ রাহাজানি।
স্বাধীনতা তুমি সকল পাপ পঙ্কিলতা থেকে
আত্মশুদ্ধি জানি।
স্বাধীনতা তুমি নও কোন ক্ষমতাধর শাসকের
দাম্ভিকতা।
স্বাধীনতা তুমি সর্বস্তরে ন্যায়-নীতি প্রতিষ্ঠার
জবাবদিহিতা।
স্বাধীনতা তুমি নও জীর্ণতার অন্ধকারে ঢাকা
ব্যর্থতার গ্লানি।
স্বাধীনতা তুমি বাষট্টি হাজার গ্রাম বাংলার বিপ্লবী
জনতার উদাত্ত বাণী।
স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তে অর্জিত
স্বাধীন সার্বভৌমত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *