,

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি

অগ্রদূত ডেস্কঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হিরো আলম হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়। তিনি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাত দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। এতে হিরো আলম শঙ্কিত হন। এজন্য তিনি ভবিষতের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *