ইন্দিরা মন্ডল
সূর্য ভাবে সেই শ্রেষ্ঠ,
আলো তেজে তাপে,
সেই অহংকার হয় চূর্ণ,
ঢাকা পড়ে কালো মেঘে।
মেঘ ভাবে নিজে মহান,
সূর্যতে পারে সে ঢাকতে,
বাতাস করে ছিন্নভিন্ন,
অহংকারী সেই মেঘকে।
বাতাস ভাবে আমি শ্রেষ্ঠ,
যাতায়াত বিশ্ব ভুবনে।
সেই অহংকার ভাঙলো তার,
ধাক্কা খেয়ে পাহাড়ে।
ধরিত্রী ভাবে আমি সব,
শক্তিতে আমি শ্রেষ্ঠ,
ছোট্ট ইঁদুর ভাঙলো অহংকার,
ধরিত্রীকে করে গর্ত।
সব অহংকার ভরে আজ,
উড়িয়ে দিলাম ফানুষ,
সৎকর্ম কর্তব্য জ্ঞানে,
হই যেন এক মানুষ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply