,

কথাকলি চ্যাটার্জ্জীর – মাতৃ রূপেন সংস্থিতা

মাতৃ রূপেন সংস্থিতা

কথাকলি চ্যাটার্জ্জী

মাতৃ তুমি জন্মদাত্রী
মাতৃক্রোড়েই স্থিতা
মাতৃ হতেই বুলি ফোটা মুখে
মাতৃ প্রথম ভাষা।।

মাতৃ মানেই নারীত্ব নয়
স্বীকৃতি কিন্তু পালিতারও হয়
মাতৃ কোলেই ক্রন্দন ওঠে
পথ শিশুরও সেই কোলে ঠাঁই।।

মাতৃ একাই লালিতা পালিতা
মাতৃ ত্রিংশ কোটির
মাতৃ একাই ধারণ ক্ষমতা
মাতৃ শক্তির আধার।।

মাতৃ মানেই স্নেহ ভরা চোখ
হাসি ভরা মুখে সব দুঃখ – সুখ
মাতৃ মানেই দুবাহু তে
আগলে রাখার জোর।।

মাতৃ শক্তির তীব্র তেজে শত্রুরা মুখ থুবড়ে পরে
দুষ্ট দমণে একাই রাজি বজ্র আঘাত হিতায় রোষে
দশ হাতে মা দশভূজা রূপে
রক্ষা করে সে জগত সংসারে।।

মৃন্ময়ী রুপালো নব ভাবনায় জাগরিত
মাতৃ রূপের নানা বর্ণের বর্ণনা তাই
শক্তি মন্ত্রে মুখরিত!!
মাতৃ মূর্তি প্রতি সংসারে নৈমিত্তিক পূজার ঘটে
চিন্ময়ী রূপী মাতৃ প্রতীমা সংসারের ওই যুগস্থলে।।

সদা জাগ্রত এই প্রতিকৃতির সহ্য ক্ষমতা অসীম
নিন্দুক হতে দুর্নাম তারে দুর্বার হতে এ সংসারে
নারীর প্রমাণ সতীত্ব খোঁজে
অস্তিত্বের জঠর চিনে
বন্ধা বলে মা কে ডাকে
নিজেই হয়ত অন্ধ সে!!
বৈষম্যের বিভেদে পরেও মাতৃ আজ্ঞা পালন করে
আম্মি কিংবা মাদার সেতো ঈশ্বরী এক রূপ
মা চিনতে জাতের বিভেদ
সেকি আবার সৃষ্টি রূপ?
সেথায় সবার ধ্বংস স্তূপ
তুচ্ছ সেবার মূর্খ রূপ।।

এই প্রকৃতির অনুরূপেই
মা বসুধা জগদ্ধাত্রী
ধারণ বহন শাসন বারনে
মাতৃ মূর্তি সংহিতা
তিনি আমাদের
শক্তি রূপেন সংস্থিতা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *