,

হৃদয়ে বাংলাদেশ – ইশারুল ইসলাম

হৃদয়ে বাংলাদেশ

ইশারুল ইসলাম

তুমি নও কোন বর্গীর দেশ
তুমি আমার স্বপ্ন আবেশ
তুমি অবারিত সবুজের দেশ
তুমি হৃদয়ে বাংলাদেশ৷
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ৷

তুমি হৃদয় উজাড় করা
প্রভাত ফেরীর গান
তুমি বিজয় মিছিলে
উল্লাসিত স্লোগান৷
তুমি রক্তদানে অর্জিত এক
স্বপ্নীল সোনার দেশ৷
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ৷

তুমি মধুর সূরে ভাসা
মুয়াজ্জিনের আযান
প্রভাতী পাখির গলে
মিষ্টি মধুর গান
মনের সুখে গেয়ে ওঠা
ভাটিয়ালির দেশ৷
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *