উপকূলবাসীর কান্না এখন
জরাজীর্ণ বেড়িবাদ
ইহার থেকে বাঁচতে সবাই
করছে এখন আর্তনাদ!
আশা-ভরসা সবই ছিল
চলছিল সব সুখে,
প্রকৃতির সাথে লড়তে গিয়ে
মরছে ধুকে-ধুকে!
সুর সম্রাট আব্বাস আলীম
গাইত মনের সুখে,
তুলতো সুর আপন মনে
বসে নদীর বুকে।
ফনি-আইলা-সিডর-বুলবুল
নিঃস্ব করেছে সুন্দরবন,
আশার বাণী শুনেছি শুধু
বাধা হয়নি উপকূল।
ত্রান সাহায্য চায় না তারা
চায় না ফটোসেশন,
ছবি নিয়ে জনপ্রতিনিধিরা
চায় অটো প্রমোশন।
সময় থাকতে রাখে না খোঁজ
থাকতেও অনেক কর্ম প্রতিনীধি,
বন্যা হলে ব্যস্ত থাকে
ছুটোছুটি করে দিবা রাত্রি।
উপকূলবাসী জেগেছে এখন
করছে সবাই আর্তনাদ,
ত্রাণ সাহায্য চাইনা মোরা
চাই টেকসই বেড়িবাঁধ।।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply