“মা”
হাফিজুর রহমান শিমুল
মা আমার পূর্নিমা চাঁদ
সকল সুখের আলো,
মা আমার পৃথিবীতে
সবার চেয়ে ভালো।
দুঃখের দিনে যখনি কেউ
দেয়না আমায় দেখা,
মা জননী তখন আমায়
থাকতে না দেয় একা।
ভাল খাবার খায়না নিজে
দেয় যে আমায় খেতে,
খোদার হাতে সঁপে আমায়
বাইরে কোথাও যেতে।
বাইরে গিয়ে ফিরতে ঘরে
একটু দেরি যখন হয়,
মা আমার রাত গভীরেও
দরজায় একলা বসে রয়।
মাগো আমি পারবনা শোধ
করতে তোমার ঋন,
আমায় ক্ষমা করো মাগো
সেই রোজ হাশরের দিন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply