,

জৈব কৃষিতে উদ্বুদ্ধ করতে শ্যামনগরে জৈব কৃষি মেলা

ছবি- শ্যামনগর জৈব কৃষি মেলায় বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

শ্যামনগর প্রতিনিধিঃজৈব কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার ২১ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর মন্দির সংলগ্ন বাজারে জৈব কৃষি মেলা অনুষ্টিত হয়।

রিইবের আয়োজনে কৃষি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহার সভাপতিত্বে জৈব কৃষি মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য মোছাঃ হালিমা খায়রুল, সঙ্গিত শিল্পী লোকমান হোসেন, কৃষক তুলসী রানী মুন্ডা, মোঃ খলিলুর রহমান , স্বপন মন্ডল প্রমুখ।

রিইবের মাঠ সমন্বয়ক মোঃ ইফতেখার আলীর অনুষ্ঠান পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে ধূমঘাট জৈব কৃষি বিস্তার গণ গবেষণা দল, পাতড়াখোলা কৃষি উন্নয়ন গণ গবেষণা দল ও বংশীপুর কৃষি গণ গবেষণা দলের বাস্তবায়নে মেলায় স্থানীয় জাতের ফসলের বীজ, জৈব বালায় প্রতিরোধক, নিরাপদ খাদ্য, শাক সবজি, কৃষি উপকরণ, কৃষি প্রকাশনা, ভেজষ ফল ইত্যাদি কৃষি মেলায় স্থান পায়।

রিইবের গবেষণা সহকারী চৈতন্য কুমার দাসের ব্যবস্থাপনায় জৈব কৃষি মেলায় বক্তারা জীববৈচিত্র্য নির্ভর এবং পরিবেশ বান্ধব কৃষি চর্চা শুরু করার বিষয়ে গুরুত্বারোপ সহ ,জৈব প্রযুক্তি সম্পন্ন কৃষি বিষয়ে বক্তারা বক্তব্যে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *