,

শ্যামনগরে সম্মান প্রতিষ্ঠানের সাথে কারিতাস’র ত্রৈ-মাসিক সমন্বয় সভা

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে “বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব” প্রকল্পের সম্মান প্রতিষ্ঠানের সাথে কারিতাস’র ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হল রুমে কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সি এ এফও ডি’র অর্থয়নে উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম।প্রকল্প পরিচিতি ও ভিডিও চিত্রের মাধ্যমে উদ্দেশ্যে বর্ণনা করেন, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের প্রজেক্ট অফিসার এড্রিকো মন্ডল।ইউ ডি এফ-সি এল এমএমএস প্রকল্পে সুজন সেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব মোঃ আবু সাঈদ, বেসরকারি এনজিও সিডিও নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,সেনেটারী ইন্সপেক্টর বিকাশ সরকার সহ কারিতাস প্রকল্পের সদস্য কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *