আনিছুল ইসলাম বিপ্লব
আলোর ভূবন ইসলামী পাঠাগার নামে,
বসেছে জ্ঞানের মেলা বিড়ালাক্ষ্মী গ্ৰামে।
কুরআন , হাদীস আর দ্বীনি চেতনা,
জ্ঞানের জগতে নেই ব্যথা বেদনা।
ছোট বড়ো সবাইকে জ্ঞান বিতরণ,
করে যাবে এভাবেই সে যে আমরণ।
আলোর ভূবনে তুমি দিবা নিশি এসে,
দ্বীনি জ্ঞান শিখে নাও তাকে ভালবেসে।
বিড়ালাক্ষ্মী নওয়াবেঁকী হলে আলোড়িত,
ধীরে ধীরে সমাজটা হবে আলোকিত।
মানুষে মানুষে হবে কতো চেনা জানা,
এখানে আসা যাওয়া নেই কারো মানা।
আলোর ভূবনে যাও আছে দ্বার খোলা,
শেখো জ্ঞান করো ধ্যান যতো পথভোলা।
হৃদয়টা শাণিত হোক পাঠাগারে পড়ে,
জান্নাতে দেব পাড়ি জ্ঞান ঘোড়া চড়ে।
আঁধারে আশার আলো খুঁজে নাও তুমি,
পড়া শেষে বই গুলো রেখে দাও চুমি।
আলোর ভূবনে এসো জ্ঞান করি চাষ,
সুখে দুখে তার সাথে থাকি বারো মাস।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply