,

ঈদে শাড়ি না পেয়ে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আলমগীর কবীরঃনওগাঁর সাপাহারে ঈদে নতুন শাড়ি ও গরুর মাংস কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে অভিমান করে কুলসুম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
ওই গৃহবধূ উপজেলার ভাতকাড়া মোড়ে বসবাসকারী হানিফ আলীর স্ত্রী ও মালিপুর গ্রামের জিয়া উদ্দীনের মেয়ে।

নিহত কুলসুমের স্বামীর দেয়া ভাষ্য মতে অভাবী সংসারে ঈদের জন্য স্ত্রীকে একটি নতুন শাড়ি ও গরুর মাংস কিনে দিতে না পারায় চাঁদ রাতে তাদের মধ্যে ঝগড়া বাধে। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে স্ত্রী কুলসুম ১৩ মাস বয়সী সন্তানকে ঘুমে রেখে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে তার স্বামী হানিফ আলী স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শশুড় বাড়ীর লোকজনকে সংবাদ দেয়। এরপর তার শশুর বাড়ীর লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

পরদিন বুধবার সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ ও এসআই জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্ত স্বাপেক্ষে সঠিক রহস্য জানা যাবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *