সম্পা সরকার
আকাশ তো দেখেছো
দেখেছো আকাশ ভরা লক্ষ তারা।
দেখেছ কি তারাদের শূন্যতা?
সাথী হারানো তারার একাকিত্বের মৌনতা।
ঝিকিমিকি আলোতো দেখেছ,
দেখেছ কি মনের আঁধার,
যে তারা সঙ্গী হারিয়েছে তারা খসায়,
ঘর ভেঙেছে যে তারার ,
খবর রেখেছ কি তার জীবন যন্ত্রণার!
শুনেছো কি কান্না সেই তারার
সন্তান হারিয়েছে যে মাকে,
মা নাকি হয়েছে তারা,
ঐ আকাশের বুকে মা পেয়েছে ঠাঁই !
সান্ত্বনায় বুঝিয়েছে বাবা আর অন্য সবাই।
রোজ রাতে ছাদে আসে সেই মাতৃহারা সন্তান ,
সঙ্গে নিয়ে তার বাবাকে,
মাকে সে খোঁজে লক্ষ তারার মাঝে।
মন চায় তার ,মাকে একবার ছুঁয়ে দিতে,
চায় সে মাকে আঁকড়ে ধরে
মায়ের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে।
হায়!মা অসহায় ,নির্বাক,
ছুটে আসতে পারেনা তো মা ,
সন্তান বুকে জড়িয়ে নিতে।
শুনেছ কি সেই মা তারার নীরব কান্না,
সে তারার জ্বলে যাওয়া, বুজে যাওয়া,
নিঃস্ব হয়ে যাওয়া!
ব্যথায় বুক তার চুরমার বিদীর্ণ হওয়া।
তারায় ভরা আকাশ দেখেছো,
দেখোনি আকাশের এক আকাশ শূন্যতা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply