,

কালিগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ৪জনসহ মোট ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

হাফিজুর রহমান শিমুলঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান মহিলা পাঁচজন। মোট ১৫ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাঈদ মেহেদী, শেখ মেহেদী হাসান সুমন, আজিজুর রহমান ও শেখ রাকিবুল জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে শেখ নাজিমুল ইসলাম, কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, শেখ ইকবাল আলম বাবলু, মোঃ আব্দুর রউপ, মুকুল বিশ্বাস ও কাজী আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মহিলা পদে সুরাইয়া আফরোজ সুমি, ফারজানা শওকত আফি, দিপালী রানী ঘোষ, জয়নাব পারভীন, শ্যামলী অধিকারী, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ৮ মে উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *