,

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর বেগুন চাষে বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাস্টারের সফলতা

এসএম শাহাদাত,কালিগঞ্জ প্রতিনিধিঃ বেগুন সবজি হিসেবে অনেকের কাছে খুবই প্রিয়। ভর্তা এবং ভাজি খাওয়ার জন্য বেগুনের জুড়ি মেলা ভার। ফলে বেগুনের চাষও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আজকাল অনেক স্থানেই বাণিজ্যিকভাবে বেগুনের চাষ করা হচ্ছে। তবে সঠিক পরিচর্যায় এর ফলন কতটা বাম্পার হতে পারে সেটি হয়তো অনেকের জানা নেই। আর সেই বেগুন চাষ করে এমনই সফলতা দেখিয়েছেন কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাস্টার। রবিবার ২৬ শে মার্চ সরেজমিনে গিয়ে জানা গেছে ও বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাস্টার প্রতিনিধিকে বলেন আমি ২০১৯ সালে এসএসিপি প্রকল্পের থেকে বেগুন চাষের জন্যই একটি প্রদর্শনী পাই। সেখান থেকে আমি বেগুন চাষে ঝুঁকে পড়ি তারপর থেকে এক বিঘা জমিতে আমি বেগুন চাষ করে আসছি। এক বিঘা জমিতে আমার ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়। আমি গত দুই বছর এক বিঘা জমিতে প্রতিবছরে দুই লক্ষ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা করে বেগুন বিক্রয় করে আসছি। ৩৩ শতক জমি হতে প্রতি সপ্তাহে আমি প্রথম বেগুন উত্তোলন শুরু হওয়ার পর ৬০ দিন পর্যন্ত ১৮ থেকে ২০ মন বেগুন উত্তোলন করি। পরবর্তীতে প্রতি সপ্তায় ১০ থেকে ১৫ মন পর্যন্ত বেগুন পেয়েছি দশ মাসে আমার লাভ হয়েছে এক লক্ষ ৭০ হাজার টাকার মতো। দুই বছরে লাভ পেয়েছি ৩ লাখ ৪০ হাজার টাকা বর্তমান চলতি বছরে আমি এই পর্যন্ত ৬০ হাজার টাকা বেগুন বিক্রয় করেছি সামনে এখনো বেগুন বিক্রয় করব আশা করি ভাল লাভ হবে।এ ব্যাপারে দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামান জানান এস এ সিপি প্রকল্পের মাধ্যমে একটি বেগুনের প্রদর্শনী চাষীকে দেওয়া হয়। তারপর থেকে চাষী নিজেই উদ্বুদ্ধ হয়ে বেগুন চাষ করে আসছে আমি নিয়মিত পরিদর্শন করি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি বেগুন চাষে উক্ত চাষী সাফল্য পেয়েছে। এসএসিপি প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নের বিভিন্ন সবজি ফল বাগান ডাল তেল ও ফল বাগানের প্রদর্শনী ভার্মি প্রদর্শনী চাষিরা পেয়ে এখন প্রায় সকলেই সফলতার মুখ দেখছে। কৃষি বিভাগের মাধ্যমে এসব প্রদর্শণী চাষীরা পেয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *