,

ডিজিটাল রুপান্তরে ফুলবাড়ীতে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন

মোঃসামিউল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কেবল টিভি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যাট-ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক জারজিস আহমেদ।
শনিবার (১০ই মে) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সরকারের লাইসেন্স (নং-সিও-১০১) নিয়ে গত ২৫-৩০ বছর ধরে নিয়মিতভাবে ফুলবাড়ীর হাজারো গ্রাহকের মাঝে কেবল টিভি সংযোগ দিয়ে আসছি। আমাদের প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৭৫০-১,০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যা ফুলবাড়ীর অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে।
সরকার ৪ বছর আগে প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বৈধ কেবল অপারেটরকে ডিজিটাল সেবায় রূপান্তরের নির্দেশ দেয়।ফলে গ্রাহকদের সচেতন করতে একাধিকবার প্রচারণা চালানো হয়।টিভি স্ক্রলে, অফিসিয়াল মিটিংয়ে ও কালেকশন ম্যানদের মাধ্যমে।তবে সমস্যার জায়গাটি হলো, পার্শ্ববর্তী উপজেলা পার্বতীপুর, নবাবগঞ্জ,হাকিমপুর ও ঘোড়াঘাট থেকে কিছু ব্যবসায়িক গোষ্ঠী ফুলবাড়ীর বাজার দখলের উদ্দেশ্যে কৌশলগতভাবে বাঁধা সৃষ্টি করছে। তারা নিজেদের সেবা ডিজিটা লাইজকরলেও,ফুলবাড়ীর স্থানীয় প্রতিষ্ঠানগুলো যেন ডিজিটালে না যেতে পারে,সে উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক নয়, প্রতিহিংসামূলক নীতিতে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি।তিনি বলেন,বর্তমানে এনালগ ও ডিজিটাল উভয় প্রযুক্তি একসাথে চালু রাখতে গিয়ে অতিরিক্ত খরচ, টেকনিক্যাল সমস্যাসহ প্রশাসনিক জটিলতায় পড়তে হচ্ছে।অথচ যারা গ্রাহক ও এলাকার উন্নয়ন চায় না, তারা বাহির থেকে এসে নিয়ন্ত্রণ নিতে চায়।ডিজিটাল সেবার প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল লাইনে ২৪০টির বেশি চ্যানেল পাওয়া যাবে মাত্র ১৫০ টাকায়। ঝকঝকে ছবি ও মানসম্পন্ন অডিও কোয়ালিটি নিশ্চিত করা সম্ভব। যেকোনো মাসে ব্যবহার না করলে বিল পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না। সরকারকে শতভাগ রাজস্ব প্রদান করা যাবে,যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখবে।জারজিস আহমেদ বলেন,আমাদের উদ্দেশ্য কখনোই শুধু ব্যবসা নয়; বরং ফুলবাড়ীর মানুষকে সাশ্রয়ী ও উন্নত সেবা প্রদান করা।তাই অর্থনৈতিকভাবে দুর্বল অথচ নিয়মিত বিল প্রদানকারী গ্রাহকদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে সহজ কিস্তিতে ডিজিটাল সেট-টপ বক্সসরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি ফুলবাড়ীর সকল সম্মানিত কেবল গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বক্স অবৈধ নয়,বরং সরকারের নীতিরই একটি অংশ। তাই কোনো প্রকার বিভ্রান্তি না ছড়িয়ে বরং সবাই মিলে সৎভাবে ডিজিটাল সেবায় আসুন এবং আমাদের স্থানীয় সেবাকে টিকিয়ে রাখতে সহায়তা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *