,

নাই বা হল দেখা – রশ্মি ভট্টাচার্য্য

নাই বা হল দেখা

রশ্মি ভট্টাচার্য্য

নৈশপ্রহরীর ন্যায় কাটিয়েছি রাত কত,

এই বুঝি মুঠোফোনের স্ক্রিনে জ্বলে ওঠে আলো।

সুরা পানের চেয়েও তীব্র মাদকতা হতো,

যদি আসতে আমার দ্বারে বাসতে আমায় ভালো।

রক্তিম আভা গগণমাঝে সূর্যাস্তের প্রলেপ এঁকে গেল,

বুনো হাঁসেদের দলও একে একে ফিরল গন্তব্যস্থলে,

আমার হৃদয় রাজ্য বড্ড খালি খালি লাগে,

তোমার অনুপস্থিতির জেরে অক্ষির দুকূল ভেসে গেল।

নক্ষত্র সাম্রাজ্যের সেই জ্যোতি কোথায়,

কোথায় সেই ঐশ্বরিক ছোঁয়া যার বশবর্তী আমি,

কূল বংশ নাম-ধাম বয়সের সীমার উর্ধ্বে গিয়েও,

প্রেমের প্রলোভন হাতছানি দেয় খুঁজে চলে নিরাপদ আশ্রয়।

কর্মফলের বন্ধন হতে মুক্তির খোঁজে ফিরি,

কি বা সাধ্য আমার তবুও অধিকার চেয়ে মরি।

গোলাপ নাই বা দিলে রজনীগন্ধায় দিও মুড়ে,

ধরাধামে দেহ থাকতে বলো তোমায় কেমনে ভুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *