,

নীলফামারীতে জমি জয়গা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ

মো:খোকনুজ্জামান খোকন,স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জলঢাকা থানায় খুটামারা ইউনিয়নে বামনা বামনি মাঝাপাড়ায় জমি জায়গা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত শনিবার ১৩/৪/২৪ইং বিকেল ৫ ঘটিকায় বামনা বামনি মাঝাপাড়া নামক গ্রামে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ৯০ শতাংশ জমিকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর যাবত মামলা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ আট বছর ধরে প্রায় দুই পক্ষে ঝগড়া বিবেদ লেগে থাকতো। ঘটনাস্থলে পরিদর্শন কালে প্রত্যক্ষদর্শীরা জানায় বাদী মোঃ আব্দুল খালেক পিতা মৃত আ: লতিফ এর পরিবার তাদের ফসলি জমি দেখার জন্য যায়। উক্ত ফসলি জমি থেকে বাড়ি ফেরার পথে বিবাদী জোনাব আলী তাদের জমির আইলের উপর দিয়ে হাঁটার কারণে তাদেরকে বাধাগ্রস্ত করে এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ঝগড়া বিবাদের রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল খালেক একা হওয়ায় বিবাদী জোনাব আলীর পরিবার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের উপর দীর্ঘ ৮ বছর যাবত নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংঘর্ষে আব্দুল খালেক এর পরিবার গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন প্রায় ৭-জন। ১/আব্দুল খালেক ২/হাবিবুর রহমান ৩/হালিমা বেগম ৪/রুজিনা বেগম ৫/ জামিল ইসলাম ৬/ রুমন ইসলাম ৭/ মনিবুর রহমান। দুই পক্ষের সংঘর্ষের কারণে বিবাদী জেনাব আলীর পরিবারও আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।এলাকাবাসী তাদের সংঘর্ষ বন্ধ করতে না পেরে পুলিশ প্রশাসনকে জানায় তাৎক্ষণিক জলঢাকা থানার ওসি সাহেবের নির্দেশে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। তিনি বলেন সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *