,

পোরশা সীমান্তে মালিক বিহীন ২টি গরু আটক

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)অদ্য ২৫ মার্চ ২০২৪ তারিখ আনুমানিক ০৫৪০ ঘটিকায় সিভিল সোর্স, বিআইপি সদস্যের এর তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নং জেসিও ৯০৯২ সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ০৩ কিঃমিঃ উত্তর দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩১ এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে * টেট্টা মাঠের মধ্যে হতে যার (জিআর নং-৪৪৬৭০৫ এমএস ৭৮/সি/১২) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া ০১ টি ভারতীয় গাভী ০১ টি বাছুর বিওপিতে নিয়ে আসে। যার সিজার মূল্য
গাভী (১×৬০,০০০/-)= ৬০,০০০/- ( ষাট হাজার টাকা মাত্র) বাছুর (১×১৫,০০০/-)= ১৫,০০০/- ( পনের হাজার টাকা ) সর্বমোট- ৭৫,০০০/- (পচাত্তর হাজার টাকা মাত্র)২। আটককৃত ০১ গাভী ও ০১ টি বাছুর গরু পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *