,

বগুড়ায় জেলা বিএনপির দুই শীর্ষ নেতা গ্রেফতার

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টারঃবগুড়ায় মঙ্গলবার বিএনপির সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর থেকেই বিএনপির শীর্ষ থেকে শুরু করে একাধিক নেতা গ্রেফতার আতংকে গা ঢাকা দিয়েছে। মধ্যে রাতেই বিএনপির শীর্ষ দুই নেতাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে মঙ্গলবার রাত ৩টার পর ‘ডিবি পুলিশের’ একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় বলে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা অভিযোগ করেছেন।
বাদশা বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে হেনাকে শহরের সূত্রাপুর বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে রাত সোয়া ৩টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়।’
জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘তাদের আটক করে কোথায় রাখা হয়েছে এখনো জানানো হয়নি। যদি মামলা হয় আইন অনুযায়ী গ্রেপ্তার করবে। তবে আটকের পরও স্বীকার না করা ভয়াবহ। তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।’
বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোস্তাফিজ হাসান মুঠোফোনে জানান, গতকালের মামলায় তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *