,

বিজয় মানে / মোঃ আশরাফ উদ্দিন

বিজয় মানে

     মোঃ আশরাফ উদ্দিন

 

বিজয় মানে ছিলো

বিজয় নিশান উড়ানো

বিজয় মানে ছিলো

স্বৈরাচারের হাত পোড়ানো।

বিজয় মানে ছিলো

বঙ্গবন্ধুর বজ্র কন্ঠ

বিজয় মানে ছিলো

বঙ্গবীর ওসমানির দৃপ্তকণ্ঠ।

বিজয় মানে ছিলো

এক নতুন দেশের জন্ম

বিজয় মানে ছিলো

স্বধীন একটি আনঃত প্রজণ্ম।

বিজয় মানে ছিলো

গোলামির জিঞ্জীর ছিড়ে ফেলা

বিজয় মানে ছিলো

চেতনা জাগানো সারা বেলা।

বিজয় মানে ছিলো

মুক্তি সেনার সহসী বুক

বিজয় মানে ছিলো

বাংলা মায়ের অগ্নিশিখার উজ্জল মূখ।

বিজয় মানে ছিলো

জীবন্ত শহীদের স্তম্ভ

বিজয় মানে ছিলো

বঙ্গালি জাতির এক দম্ভ।

বিজয় মানে ছিলো

সবুজের বুকে লাল নিশান

বিজয় মানে ছিলো

উল্লাসিত এক অনুষ্ঠান।

বিজয় মানে ছিলো

বামপন্থিদের লুটিয়ে পড়ার দৃশ্য

বিজয় মানে ছিলো

অবাক হয়ে তাকানো বিশ্ব।

বিজয় মানে ছিলো

হাজারো আলেমের অশ্রুসিক্ত মোনাজাত

বিজয় মানে ছিলো

খোদার কাছে ফরিয়াদে কাটানো রাত।

বিজয় মানে ছিলো

স্বপ্নের সোনার বাংলা গড়া

বিজয় মানে ছিলো

বাঙ্গালি জাতির দেশ নিয়ে বুঝাপড়া।

 

 আপনিও লিখতে পারেন দৈনিক অগ্রদূতের সাহিত্য পাতায়। ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা dailyagradoot@gmail.com ।সাথে ছবি দিতে ভুলবেন না যেন।
যোগাযোগঃ 01307100048।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *