মোদের গরব মোদের আসা
বেঁচে থাকার সপ্ন আসা
মায়ের কোলে শিশুর ভাষা
মিষ্টি শুরে পাখির ভাষা
বলতে পারো কোন সে ভাষা
এ আমাদের বাংলা ভাষা।
কোন ভাষাতে ভোরের পাখি
করে শুধু ডাকা ডাকি
কোন ভাষাতে মেঘের ভেলা
হেঁসে হেঁসে করে খেলা
নয়ন জুড়ায় সবুজ ঘাসে
ভোর বেলাতে সূর্য হাসে
বলতে পারো কোন সে ভাষা
এ আমাদের বাংলা ভাষা।
দুর আকাশে চন্দ্র তারা
কোন ভাষাতে আত্মহারা
কোন ভাষাতে জোনাক পোকা
ফুল ফোটে রয় থোকা থোকা
কোন সে এমন মধুর ভাষা
এ আমাদের বাংলা ভাষা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply