,

ভাস্কর চক্রবর্তীর –

জাগো জনতা

ভাস্কর চক্রবর্তী

আর কতদিন ঘুমাবি তুই
বদ্ধ ঘরে দরজা এঁটে,
সময় হলো মেলরে আঁখি
কোমর বেঁধে আয়রে ছুটে।

দিন বদলের পালাতো নয়
খেউড় যুদ্ধ চলছে হেথা,
মুক্ত মঞ্চে দিচ্ছে গালি
দেশের যতো মহান নেতা।

রঙ্গমঞ্চে রোজ চলছে দেখো
একে অপরের প্রতিশ্রুতির বন্যা
তবু পথে ঘাটে ধর্ষিতা হয়
তোমার আমার বাড়ির কন্যা।

গণতান্ত্রিক অধিকার বুঝতে পারি
আসে যখনই ভোট
সারা বছর কাঙাল রাজা
বইছে মাথায় মোট।

একমুঠো ভাত করতে যোগাড়
দিনে রাতে জীবন ওষ্ঠাগত,
কেলাস ফোরের মন্টু গুন্ডা
রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত।

আই,এ,এস অফিসারও
বলছে তাকে স্যার,
আজব দেশের রাজার নীতি
বোঝাই বড়োভার।

এরাই আবার দেশের নেতা
ভাগ্য বিধাতা জনগণের,
লজ্জাতে হয় মাথা নত
বন্ধু নাকি এরা প্রাণের।

জাগো জাগো জাগো জনতা
এসেছে পালা বদলের দিন,
নিজের অধিকার বুঝে নাও সবে
বোঝাও ওদের, নয় তুমি হীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *