মােঃ শামীম খান
মুক্ত স্বাধীন আমি বুনাে
আমার গল্প একটু শােনা।
ঝড়-তুফান রােদ বৃষ্টি
কেউ দেয়না আমায় দৃষ্টি।
নিজের খাদ্য নিজে খুঁজি
আরাম-আয়েশ কম বুঝি।
নিজে নিজেই দেই খাটুনি
খড়কুটো টেনে বাসা বুনি।
বাসায় তুলি ডিম ছানা
মাঝে মধ্যেই পরে হানা।
কার্নিশের একটু আড়ালে।
আমায় পায় হাত বাড়ালে।
সুস্থ সবল, প্রানচঞ্চল
বেড়াই শহর, গ্রাম অঞ্চল।
যতই হউক আবহাওয়া বৈরি
থাকতে হয় তেমনি তৈরি।
আমি যখন কোন পিড়ায়
কেহ নাহি পাশে দাড়ায়।
যতই আসে রােগ-বালাই
এমনি এমনিই যায় পালাই।
আমি আমার বুনাে জাতি
বানাই আমার জীবন সাথী।
যুগল বেঁধেই খাবার খোঁজা
জীবন আমার নয়তাে সােজা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply