,

শ্যামনগরে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন মোঃখলিলুল্লাহ ঝড়ু

শাহাদাত হোসেন,সাতক্ষীরা (কালিগঞ্জ) থেকেঃআগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলার ভূরুলিয়া, নুরনগর, ও কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, সদস্যা সাথে মতবিনিময় করেছেন।

শনিবার ১০ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লাহ ঝড়ু ইউপি চেয়ারম্যান ও মেম্বরগনের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতবিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি ইতিমধ্যে জেলার ৭৮ টি ইউনিয়নের মধ্যে ৫৬ টি ইউপির জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় খাওয়ার পানির ব্যবস্থা করা, গ্রামীন অবকাঠামো উন্নয়নের অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতিতের ন্যায় অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ নাদিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *