,

শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালির গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে ও স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠনের মুন্সিগঞ্জ ইউনিয়নের সভাপতি
প্রদীপ মন্ডল (২৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জান,প্রদীপ পেশায় একজন স্বেচ্ছাসেবক ছিলেন বছর ডেড়েক আগে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের এক দশম শ্রেণীর ছাত্রীর সাথে
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত কয়েকদিন আগে ওই ছাত্রীর পার্শ্ববর্তী প্রতিবেশী এক নারী প্রদীবের প্রেমিকার সম্পর্কে কিছু ভুল তথ্য প্রকাশ করে। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্কে ভাঙ্গন সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে ১৬ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে প্রদীপ মন্ডল পরিবারের একমাত্র সন্তান হিসেবে মা-বাবার স্বপ্ন শেষ করে,প্রেমিকা’র উপর অভিমান করে তারই দেওয়া শার্ট,প্যান্ট পরে,ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের রান্নাঘরে গলায় রশি দিয়ে আত্মহত করে।
স্থানীয় ইউপি সদস্য নিপা চক্রবর্তী জানান,আমি ফেসবুকে স্ট্যাটাস দেখে তাদের বাড়ি যাই এবং সেখানে যেয়ে প্রদীপ মন্ডলকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার জেলেখালিতে একটি অপমৃত্যু ঘটনা ঘটেছে। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ময়না তদন্তে পাঠানো হবে। এখনো আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় বইছে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *