,

সম্পা সরকারের : অভিমান

অভিমান

সম্পা সরকার

আবার অনেক বছর পরে,
তুমি আমি মুখোমুখি
হঠাৎ কোনো অলস অবসরে।
আগের মত‌ বলার সুযোগ
যদি পাই,
তবে তোমায় কিছু বলতে চাই।
প্রশ্ন তোমায় কেবল একটাই
আলগোছে গুছিয়ে রাখা,
উত্তর তার হয়তো আছে,
শুধু মাত্র তোমার কাছে!
সত্যি বলবে কিন্তু!
মিলিয়ো না একটুও তাতে মিছে।
তোমায় বড্ড ভালোবেসেছি,
সে কথা কি তুমি জানতে?
মন মগজে ক্ষণিক খন্ড যুদ্ধ
অসহায় নয়,স্তব্ধ।
নির্বাক,হতবাক!
ঐতিহাসিক নিরবতা
তুমি যখন ভাঙলে,
“না পারিনি তা বুঝতে,
বলোনি কেন ?
পারতে তো একবার বলতে!”
দুটি কথার মাঝে,
প্রথমটা ঠিক নয় ।
পারনি বুঝতে নয়,
দিইনি আমি বুঝতে,
সমুখে তোমার হ‌ইনি আকুল,
সঙ্গোপনে প্রেমের কাঙালপণা
পারিনি তোমায় দেখাতে!
তাই পারনি দেখতে
পারনি কিছু বুঝতে।
একটু অবুঝ,
হয়তো একটু বোকা বোকা,
গুমরে কাঁদা গভীর অভিমান,
স্বস্তি পায়নি একটা গোটা
মস্ত জীবন।
ভালোবাসতাম!
ভালোবাসি!
সে কথা যদি বুঝতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *