,

সিদ্ধিরগঞ্জে টিআই তাসলিমের নির্দেশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের ব্যারিকেট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিশেষজ্ঞদের মতে আলোচিত করোনা ভাইরাস ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব। এ সামাজিক দূরত্ব নিশ্চিতে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। আর জেলা ভিত্তিক সংক্রমণ এড়াতে দেওয়া হয়েছে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেক আগেই। প্রতিটি জেলার প্রবেশমুখে জোড়দার করা হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে অনেকক্ষেত্রেই এ তৎপরতা ঢিলেমিতে পৌছে গেছে। কিন্তু ব্যাতিক্রম চিত্র সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের। উক্ত জায়গাটি ঢাকার অন্যতম প্রবেশ পথ হওয়ায় নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ সদস্যরা। করোনাকালে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যার নির্দেশে চিটাগাংরোড ট্রাফিক পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। পুলিশ সদস্যদের কর্মচাঞ্চ্যল্যতা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েকগুণ। টিআই তাসলিম মোল্যাহ নির্দেশে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা যৌথভাবে মহাসড়ক ব্যারিকেট দেয়। শনিবার দুপুরে যানবাহনের প্রবেশ ঠেকাতে দেওয়া হয় এ ব্যারিকেট এবং বিনা প্রয়োজনে বের হওয়ার কারনে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। ব্যারিকেট দেওয়া পুলিশ সদস্যরা হলেন, টিআই মোঃ মাহাবুব, ডিবি পুলিশের এসআই মনির, এটিএসআই শাহজাহান, এটিএসআই আনোয়ার সহ আরো অনেক পুলিশ সদস্যরা। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যাহ বলেন, প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমাদের কাজের ধারা এবং অগ্রগতি অব্যাহত থাকবে। বিনা প্রয়োজনে সড়কে আসা ব্যাক্তিগত গাড়ীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এ ব্যাপারে কোন প্রকার তদবির আমরা আমলে নিচ্ছি না। তিনি আরও বলেন, আমার প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে। তাই অনিয়ম করা কোনো সুযোগ নাই। তবুও কোন অনিয়ম চোঁখে পড়লে তাকে ছাড় দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন টিআই তাসলিম মোল্যাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *