ফেরদৌসী খানম রীনা
রূপের রানী আমার এ দেশ
অপরূপ সুন্দর,
ভোর বেলা পাখির ডাকে
কেড়ে নেয় অন্তর।
সবাই বলে সোনার বাংলা
রূপের নাই শেষ,
নয়ন জুড়ানো সৌন্দর্য
ভালোবাসি অনিমেষ।
ফসলের মাঠে সবুজের ঢেউ
দেখতে ভালোবাসি,
রাখালের বাঁশির মধুর সুর
মুখে আনে হাসি।
পাকা ধানের ঢেউয়ের খেলা
কৃষকের বাঁচার আশা,
রঙিন স্বপ্নের জাল বোঁনা
কৃষাণীর ভালোবাসা।
বনবনানীর বিমুগ্ধ সৌন্দর্য
আবেশিত মন,
প্রকৃতির নিপূন ছোঁয়ায়
পুলকিত সারাক্ষণ।
পাখিদের কলকাকলিতে
হৃদয়ে স্পন্দন জাগে,
ফুলের মনকাড়া শোভা
দেখতে ভালো লাগে।
ষড়ঋতুর বিচিত্রতার
মাঝে মন হারায়,
মেঘ ও বৃষ্টি মাতে
লুকোচুরি খেলায়।
সমুদ্রের তরঙ্গ মেলায়
মাছদের খেলা,
শামুক কুঁড়াতে বালিকার
যায় যে বেলা।
এমন সোনার দেশের কথা
ভোলা যায় কি কখনও?
নাম তার বাংলাদেশ
সবার ভীষণ প্রিয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply