সোমনাথ চক্রবর্ত্তী (সুমন)
ভেরি নাইস আর ভেরি গুড
সো কিউট কিংবা বিউটিফুল!
রঙ বাহারী সাজ ছবিতে
লাইক কমেন্ট হাউসফুল।।
সকাল দুপুর বিকেল সন্ধ্যে
ছবির হিড়িক নেইযে বিরাম।
সারারাত ধরে ছবি আর কথা
উবে গেছে সব মনের আরাম।।
রান্নাঘরে আজ কি খাওয়ার
কোন্ পোজে কে সব্জী কাটে।
ছেলে মেয়েরা যাচ্ছে চুলোয়
মা-বাবা আছেন ‘বুকেতে মেতে।।
বাবা চালান মোটর গাড়ি
পাশে বসেই মা চালান হাত।
পড়তে যাচ্ছে ছেলেমেয়ে তার
বাইকের পিছে বসে চলছে বাত।।
ফুরসত নেই আজ যে কারো
ব্যস্ত সবাই ফেসবুক শিল্পে।
নানান কারুকাজ দিবারাত্রি
দেখে হয়রাণ সেই ফেসবুকে।।
ইলিশ চিতল কাতল কারী
খা’ন বাড়িতে রোজ দু’বেলা।
তাদের কাব্য দেখি ফেসবুকে
গরীবের কান্নায় ভাসান ভেলা।।
স্কুলে যাও দ্যাখো পড়ার বহর
ফেসবুক আর হোয়াটস্ অ্যাপে।
সেলফি তোলার হিড়িক লেগে
অনুষ্ঠানে স্কুল কলেজের পথে।।
আপিস বাবুরা ব্যস্ত সব কাজে
গল্প গুজব মোবাইলে সারেন।
মাঝে মাঝেই সেলফি তুলে
সুযোগ পেলেই ফেসবুকে ঝাড়েন।।
নতুন নতুন বন্ধু হাজার
বাড়ছে ফীদিন সমাজ ক্রাইম।
প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী’তে
ফেসবুক হাতে চলছে মাইম।।
রাজনীতিতেও আজ কাল দেখি
ফেসবুক হাতে নেতা মন্ত্রীরা।
সবার কাজের বহর দেখে
জ্বলে পুড়ে মরে ষড়যন্ত্রীরা।।
কাজ জোটানোর ইচ্ছে জারি
যুবরা সবাই ফেসবুকে লড়েন।
দিবানিশি তাই অ্যানড্রয়েড হাতে
ফেসবুক বুঝেই কলম ছাড়েন।।
জন্মদিন বিয়ে বিবাহ বার্ষিকী
লেগে আছে দেখি ফেসবুকে।
হাসপাতালের বেডে শুয়েও
রোগী আজকাল ফেসবুক ঘাটে।।
ঋষি মনীষি বিজ্ঞানী লেখক
সবার আড্ডা ফেসবুক পেজে।
আমি কেন বাদ থাকি আর
নিয়েছি তুলে ফেসবুক হাতে।।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply