ফেরদৌসী খানম রীনা
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে
বাঁচতে সাধ জাগে,
পাহাড়ের ঝর্ণা ধারা দেখতে
কি অপূর্ব লাগে!!
আকাশের নীল নীলিমায়
মন যে হারায়,
সাদা বক উড়ে যায় দূরের
কোন অজানায়।
নানান ঋতুর বিচিত্রায় মাঝে
পুলকিত মন,
মেঘ,বৃষ্টির লুকোচুরি খেলা
চলে প্রতি ক্ষণ।
পাখিদের কলকাকলিতে
মুখরিত চারিদিক,
ভোর বেলা শিশির কণা
করে চিকচিক।
চাঁদের আলোয় তারাদের
দেখতে লাগে বেশ,
অপূর্ব সেই সৌন্দর্য ভালো
লাগে অনিমেষ।
আকাশ ও মাটি বন্ধু হয়ে
মিশে থাকে দূরে,
সাগরের ঢেউ আছড়ে পড়ে
ধু ধু বালু চড়ে।
বনবনানিতে বাঘ ও সিংহের
বিচিত্র হুংকার,
হরিণদের লাফিয়ে চলা
কিযে চমৎকার!!
গাছের ডালে বানরের ছুটোছুটি
কাদা জলে থাকে গন্ডার।
এমন বিচিত্রা প্রকৃতির মাঝে
মন কাড়ে সবার।
বিধাতা যেন আপন মহিমায়
গড়েছেন এ ভুবন,
প্রকৃতির মাঝে বেঁচে রয়েছি
সবাই হয়ে আপন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply