মোঃ আসাদুজ্জামান
অবেলায় ধেয়ে আসে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস,
উপকূলবাসী তখন ফেলতে থাকে নাভিঃশ্বাস।
পূর্বাভাস জানান দেয় আবহাওয়া দপ্তর,
প্রস্তুতি নেয় নদীতীর আর সাইক্লোন চত্বর।
ঘরবাড়ি যখন ডুব দেয় জলের ঘ্রাণ,
নেতারা তখন হাজির হয় লও ত্রাণ।
বাজেট আসে বরাদ্দ হয় হয়না কোন কাজ,
সেনাবাহিনী থেকে নেতারা আসেন সজ্জায় সাজ।
ঝুড়ি কোদাল কাদায় নেন অনেকে আসন,
ইচ্ছেমতো প্রচার হয় তাদের ফটোসেশন।
প্রতিবাদ করলে দেখায় ক্ষমতার আচার,
দুর্বল অসহায়রা পাবে না কি কোন বিচার?
স্বেচ্ছাসেবীরা দিচ্ছে শ্রম রাখছে নানা অবদান,
বিনিময় পাচ্ছে তারা লাঞ্ছিত আর অপমান।
উপকূলবাসীর নেই কি ভালোভাবে বাঁচার সাধ!
আর কতকাল পরে পাবে টেকসই বেড়িবাঁধ?
Design & Developed BY- zahidit.com
Leave a Reply